ব্রেকিং নিউজ
মোঃ আল-আমীন

মোঃ আল-আমীন
প্রিন্সিপাল

মাদরাসাতুল আম্বিয়া মহিলা মাদরাসা

আলহামদুলিল্লাহ!
মাদরাসাতুল আম্বিয়া মহিলা মাদরাসা একটি মানসম্মত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নৈতিকতা, জ্ঞান ও আদর্শ গঠনের লক্ষ্যে অগ্রসরমান। বর্তমান সময়ে শুধু পুঁথিগত জ্ঞান নয়, বরং কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা, চরিত্র গঠন ও আমলী প্রস্তুতির সমন্বয় একান্ত জরুরি। আমাদের একাডেমি সেই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আমরা বিশ্বাস করি— প্রতিটি শিশুই একটি আমানত। এই আমানতকে দ্বীনি ও জাগতিক শিক্ষায় দক্ষ, নৈতিকতায় বলিয়ান ও সমাজের জন্য কল্যাণকামী মানুষ হিসেবে গড়ে তোলা আমাদের দায়িত্ব। তাই পাঠদান, শৃঙ্খলা, আবাসিক ব্যবস্থাপনা ও সহশিক্ষা কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রে আমরা সতর্ক ও যত্নশীল থাকার চেষ্টা করি।

আমি কৃতজ্ঞ প্রতিটি শিক্ষক, অভিভাবক, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীর প্রতি, যাঁরা এ প্রতিষ্ঠানের অগ্রগতিতে সহযোগিতা করে যাচ্ছেন।
আল্লাহ তায়ালা আমাদের এই প্রচেষ্টা কবুল করুন এবং এ প্রতিষ্ঠানকে দীনের খেদমতে আরও কাজে লাগিয়ে নিন— আমিন।

والسلام عليكم ورحمة الله وبركاته